অ্যালগরিদম প্রোগ্রামিং কি - অ্যালগরিদমের অসুবিধা

অ্যালগরিদম প্রোগ্রামিং কি? সাধারণত এই বিষয়টি অনেকেই জানেনা। অনেক সময় বিভিন্ন কারণে আমরা যারা আইসিটি নিয়ে কাজ করি তাদের অ্যালগরিদম প্রোগ্রামিং কি? এই সম্পর্কে জানতে হয়। তাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলটি। এখানে অ্যালগরিদম প্রোগ্রামিং কি? তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

তাহলে চলুন দেরি না করে ঝটপট অ্যালগরিদম প্রোগ্রামিং কি? এই সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। উক্ত বিষয়টি জানতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

সূচিপত্রঃ অ্যালগরিদম প্রোগ্রামিং কি - অ্যালগরিদমের অসুবিধা

অ্যালগরিদম প্রোগ্রামিং কি

অ্যালগরিদম প্রোগ্রামিং কি? আমরা অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত নয়। গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের আলোচনায় কলনবিধি বা অ্যালগরিদম বলতে একটি সুনির্দিষ্ট পদ্ধতিকে বোঝায়, যেটি কতগুলি সসীমসংখ্যক সুসংজ্ঞায়িত কম্পিউটারে বাস্তবায়নযোগ্য ও সুনির্দিষ্ট ক্রমে বিন্যস্ত নির্দেশের সমষ্টি যে নির্দেশগুলিকে ধাপে ধাপে অনুসরণ করে কোনও সুসংজ্ঞায়িত পরিগণনামূলক সমস্যা বা সমস্যার শ্রেণীকে সমাধান করা হয়।

আরো পড়ুনঃ 

অন্যভাবে বললে, কলনবিধি বা অ্যালগোরিদম হচ্ছে ধাপে ধাপে সমস্যা সমাধানের পদ্ধতি বিশেষ। অর্থাৎ একটি সমস্যাকে সীমিত সংখ্যক কয়েকটি ধাপে ভেঙে প্রত্যেকটি ধাপ পরপর সমাধান করে সমগ্র সমস্যা সমাধান করা হয়। কম্পিউটার, রোবট, এমনকি মানুষও অ্যালগোরিদমের ধাপগুলি ধারাবাহিকভাবে অনুসরণ করে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে পারে।

কম্পিউটার বিজ্ঞান বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সঠিক কলনবিধি বা অ্যালগোরিদমের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটার প্রোগ্রাম গুলোতে বিভিন্ন ধরণের steps গুলো লিখে থাকি যেগুলো অনুসরণ করে একটি কম্পিউটার কিছু বিশেষ কাজ গুলো করতে পারে। যখন আপনি কম্পিউটারকে কোনো কাজ দিয়ে থাকেন।

তখন আপনাকে এটাও ভাবতে হয় যে কিভাবে কম্পিউটার আপনার দেওয়া কাজ গুলো করতে পারবে।আর এই কারণেই আমরা ব্যবহার করে থাকি কম্পিউটার অ্যালগরিদম গুলোর। সোজা এবং সরল ভাবে বললে, অ্যালগরিদম হলো এমন কিছু বিশেষ নির্দেশাবলীর সেট বা ক্রম যার মাধ্যমে কোনো বিশেষ সমস্যার সমাধান করা যেতে পারে। আশা করি অ্যালগরিদম প্রোগ্রামিং কি? এ সম্পর্কে একটা ধারণা পেয়েছেন।

ফ্লোচার্ট কি

আমাদের মধ্যে অনেকেই ফ্লোচার্ট এবং অ্যালগরিদম কে একই মনে করে থাকে। সাধারণত তাই ফ্লোচার্ট কি? এ সম্পর্কে কারো তেমন পরিষ্কার ধারণা থাকে না। ফ্লোচার্ট কি? সে সম্পর্কে জানব। ফ্লোচার্ট বলতে এক ধরনের রেখাচিত্রকে বোঝায় যেটির দ্বারা কোনও কর্মপ্রবাহ বা ফ্লোচার্ট কে উপস্থাপন করা হয়। সাধারণত এটিকেই ফ্লোচার্ট বলা হয়ে থাকে।

একটি প্রবাহচিত্রকে একটি অ্যালগোরিদমের একটি রেখাচিত্রমূলক উপস্থাপন হিসেবে সংজ্ঞায়িত করা যায়, যেখানে কলনবিধি হল ধাপে ধাপে কোনও বিশেষ কাজ সম্পাদনের পন্থা। একটি প্রবাহচিত্রে এই ধাপগুলিকে বিভিন্ন ধরনের বাক্স জাতীয় প্রতীকের মাধ্যমে প্রদর্শন করা হয়, এবং ধাপগুলির ক্রম বা অভিমুখ দেখানোর জন্য ঐ বাক্সগুলির মধ্যে তীরচিহ্ন বসানো হয়।

সহজ কথায় বলতে গেলে যে চিত্রের মাধ্যমে কোন সিস্টেম বা প্রোগ্রামের গতি ধারা নির্ধারন করা হয় তাকে ফ্লোচার্ট বলে। ফ্লচার্ট এর অর্থ হল প্রবাহ চিত্র। কোন প্রোগ্রাম রচনার জন্য পর্যায় ক্রমিকভাবে লিখিত অ্যালগারিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে। আশা করি ফ্লোচার্ট কি? এ সম্পর্কে আর কোন সমস্যা থাকার কথা নয়।

অ্যালগরিদম কি ict

অ্যালগরিদম কি ict? চলুন জেনে নেওয়া যাক। ইতিমধ্যে অ্যালগরিদম প্রোগ্রামিং কি? এ সম্পর্কে আমরা জেনেছি। কম্পিউটার যে নির্দেশনা অনুসারে কাজ করে সেই নির্দেশনা তৈরি করার জন্য কম্পিউটার প্রোগ্রাম লেখা হয়। এই কম্পিউটার প্রোগ্রাম লেখার সময় বিভিন্ন রকমের স্টেপ থাকে, সেই স্টেপ অনুসারে কম্পিউটার কাজ করে।

অ্যালগরিদম কি ict? আপনি যখন কম্পিউটারকে কোনো কাজ দিবেন তখন এটাও আপনাকে ভাবতে হবে কিভাবে কম্পিউটার আপনার দেওয়া কাজ গুলো করতে পারবে। আর এই কারণে আমরা কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করি। সহজ ভাবে বলতে গেলে, অ্যালগরিদম হলো এমন কিছু বিশেষ নির্দেশনাবলীর স্টেপ যার মাধ্যমে বিশেষ কোনো সমস্যার সমাধান করা হয়।

অ্যালগরিদম এর জনক কে

অ্যালগরিদম শব্দটি আমরা অনেকেই শুনেছি কিন্তু অ্যালগরিদম এর জনক কে? এ সম্পর্কে আমাদের তেমন কোন ধারণা নেই। অ্যালগরিদম এর জনক কে? গণিত এবং কম্পিউটার বিজ্ঞানে সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে অ্যালগরিদম বলা হয়। ৯ম শতাব্দীর বিখ্যাত মুসলিম গণিতবিদ "মুহাম্মাদ মুসা আল খাওয়ারিজমী" এর নাম থেকে অ্যালগরিদম শব্দটি এসেছে।

অ্যালগরিদমের সংজ্ঞায় বলা যায় ধাপে ধাপে অর্থাৎ ক্রমে ক্রমে সমস্যা সমাধানের বিশেষ পদ্ধতি অর্থাৎ কোনো একটি সমস্যাকে বেশ কয়েকটি ধাপে ভেঙ্গে দিয়ে প্রত্যেকটি ধাপ পরপর সমাধান করে সমস্যার একটি সামগ্রিক সমাধান বের করা। মুহাম্মদ ইবন মুসা আল খাওয়ারিজমি  বৃহত্তর খোরাসানের খাওয়ারেজম অঞ্চলে ৭৮০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

তিনি একাধারে প্রখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলবিদও ছিলেন। এই বিখ্যাত বিজ্ঞানী গনিতের শাখা আলজেবরারও আবিস্কারকর্তা ছিলেন। অ্যালগরিদম হচ্ছে যে কোনোও কাজকে সম্পন্ন করার জন্য বেশ কতক গুলি সুনির্দিষ্ট ও ধারাবাহিক ধাপের সমষ্টি বিশেষ, যেখানে সেইসব ধাপের সংখ্যা অবশ্যই সীমিত ও সসীম হতে হবে। কম্পিউটার, মানুষ, রোবট ইত্যাদি অ্যালগোরিদের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে পারে।

অ্যালগরিদম বিশেষজ্ঞ কারা

অ্যালগরিদম বিশেষজ্ঞ কারা? চলুন জেনে নেওয়া যাক। অ্যালগরিদমের ধারণাটি প্রাচীনকাল থেকেই বিদ্যমান। পাটিগণিত অ্যালগরিদম যেমন একটি বিভাগ অ্যালগরিদম প্রাচীন ব্যাবিলনীয় গণিতবিদরা ব্যবহার করতেন মিশরীয় গণিতবিদ গ. ১৫৫০ খ্রিস্টপূর্বাব্দ।

আরো পড়ুনঃ ফেসবুক একাউন্ট খোলার নিয়ম

গ্রীক গণিতবিদরা পরবর্তীতে ২৪০ খ্রিস্টপূর্বাব্দে মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য ইরাটোস্থেনিসের চালুনিতে অ্যালগরিদম এবং দুটি সংখ্যার সর্বশ্রেষ্ঠ সাধারণ ভাজক খুঁজে বের করার জন্য ইউক্লিডীয় অ্যালগরিদম ব্যবহার করেন। 

অ্যালগরিদম শব্দটি ৯ম শতাব্দীর ফার্সি গণিতবিদ মুহম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমির নাম থেকে এসেছে, যার নিসবা ল্যাটিন করা হয়েছিল আলগোরিত্মি মুহাম্মাদ ইবনে মুসা আল-খোয়ারিজমি ছিলেন একজন গণিতবিদ, জ্যোতির্বিদ, ভূগোলবিদ এবং বাগদাদের হাউস অফ উইজডমের পণ্ডিত।

যার নামের খোয়ারজমের স্থানীয়, এমন একটি অঞ্চল যা বৃহত্তর ইরানের অংশ ছিল এবং এখন উজবেকিস্তানে রয়েছে। প্রায় ৮২৫ আল-খোয়ারিজমি হিন্দু-আরবি সংখ্যা পদ্ধতির উপর একটি আরবি ভাষার গ্রন্থ লিখেছিলেন, যা ১২ শতকে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়েছিল। আশা করি অ্যালগরিদম বিশেষজ্ঞ কারা? সে সম্পর্কে জানতে পেরেছেন।

অ্যালগরিদম এর বৈশিষ্ট্য

উপরের আলোচনায় আমরা ইতিমধ্যে অ্যালগরিদম প্রোগ্রামিং কি? এ বিষয়টি সম্পর্কে জেনেছি। অ্যালগরিদম এর বৈশিষ্ট্য রয়েছে। অ্যালগরিদম সম্পর্কে জানতে হলে আমাদেরকে অ্যালগরিদম এর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে হবে।

১। অ্যালগোরিদম কোন সমস্যাকে সমাধান করার জন্য সুনির্দিষ্ট কিছু ধাপ রয়েছে। কোন সমস্যার সমাধান করার জন্য নির্দিষ্ট ধাপ অতিক্রম করার সঠিক পদ্ধতিকে বলা হয় অ্যালগরিদম।

২। অ্যালগরিদম এর মূল উদ্দেশ্য হল কোন কিছুকে সঠিকভাবে বর্ণনা করা। একটি অ্যালগরিদম যত কম ধাপে তার কাজ গুলো সম্পন্ন করতে পারে সেটি ততই উন্নত ও ভালো মানের হয়ে থাকে।

৩। অ্যালগরিদম এর প্রতিটি স্টেপ গুলি পরিষ্কারভাবে নির্ধারিত হয়ে থাকে। যেগুলোকে খুব সহজে পড়া এবং রেড করা যেতে পারে।

৪। একটি ভালো অ্যালগরিদম সবসময় একটি ভালো ইনপুট নিয়ে থাকে। সেই ইনপুটকে কাজে লাগিয়ে কাজ করে থাকে।

৫। একটি এলগরিদম সর্বদা ভালো ইনপুট এর সাথে সাথে একটি ভালো আউটপুট ও নিয়ে থাকে এবং এই আউটপুট কে কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে।

অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর মধ্যে পার্থক্য

অনেক সময় আইসিটি পরীক্ষায় অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন চলে আসে। যেহেতু বর্তমান সময়ে অ্যালগরিদম প্রোগ্রামিং কি? এ সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর মধ্যে পার্থক্য নিজে উল্লেখ করা হলো।

অ্যালগরিদমঃ

১। অ্যালগরিদম সাধারণত কোনটি সমস্যার সমাধান করার জন্য নির্দিষ্ট ধাপ অতিক্রম করার সঠিক পদ্ধতিকে বলা হয়ে থাকে।

২। অ্যালগরিদম কোন সমস্যা কে সমাধান করার জন্য সুনির্দিষ্ট কিছু ধাপ রয়েছে।

৩। কোন একটি নির্দিষ্ট অ্যালগরিদম এর ওপর ফ্লোচার তৈরি করা সম্ভব।

৪। অ্যালগরিদম এর মূল উদ্দেশ্য হল কোন কিছুকে সঠিকভাবে বর্ণনা করা।

ফ্লোচার্টঃ

১। অ্যালগরিদমকে সঠিকভাবে প্রকাশ করার জন্য যখন প্রবাহ চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে ফ্লোচার্ট বলা হয়।

২। অ্যালগরিদম এর চিত্ররূপ হল ফ্লোচার্ট। অ্যালগরিদম হলো চিত্রের সমন্বয়।

৩। ফ্লোচার্ট মাধ্যমে নির্দিষ্ট কোন প্রোগ্রামকে রচনা করা হয়ে থাকে।

অ্যালগরিদমের অসুবিধা

অ্যালগরিদম অর্থ ধাপে ধাপে সমস্যা সমাধান। অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙ্গে প্রত্যেকটি ধাপ পরপর সমাধান করে সমগ্র সমস্যার সমাধান করা। অ্যালগরিদম শব্দটি আরব দেশের গণিতবিদ আল খারিজমী এর নাম থেকে উৎপত্তি হয়েছে। আমরা এখন অ্যালগরিদমের অসুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে জানবো।

আরো পড়ুনঃ 

১। অ্যালগরিদমে শূন্য, এক বা একাধিক ইনপুট থাকে।

২। প্রত্যেকটি ধাপ স্পষ্ট থাকে।

৩। অ্যালগরিদম সহজবোধ্য।

৪। কমপক্ষে একটি আউটপুট থাকে।

৫। নির্দিষ্ট সংখ্যক ধাপে সমস্যার সমাধান হয়।

৬। একে ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব।

আমাদের শেষ কথাঃ অ্যালগরিদম প্রোগ্রামিং কি - অ্যালগরিদমের অসুবিধা

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলে অ্যালগরিদম প্রোগ্রামিং কি? ফ্লোচার্ট কি? অ্যালগরিদম কি ict? অ্যালগরিদম এর জনক কে? অ্যালগরিদম বিশেষজ্ঞ কারা? অ্যালগরিদম এর বৈশিষ্ট্য, অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর মধ্যে পার্থক্য, অ্যালগরিদমের অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি অ্যালগরিদম সম্পর্কে না জেনে থাকেন তাহলে উক্ত আর্টিকেল থেকে জেনে নিন।

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কম্পিউটারের কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আলগুরিতাম সম্পর্কে জানতে হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল আরো পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।২০৭৯১

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url