অভাব দূর করার আমল - সংসারে অভাব দূর করার উপায়

আপনি কি অভাব দূর করার আমল সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কেননা আজকের আর্টিকেলটিতে অভাব দূর করার আমল এবং সংসারে অভাব দূর করার উপায় এবং দারিদ্রতা দূর করার দোয়া ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে। তাই অভাব দূর করার আমল সম্পর্কে জানতে হলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
অভাব দূর করার আমল
নিচে আপনাদের জন্য দারিদ্রতা দূর করার দোয়া, বেকারত্ব দূর করার দোয়া এবং সংসারে অভাব দূর করার উপায় সহ অভাব দূর করার আমল ইত্যাদি বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই অভাব দূর করার আমল জেনে নিতে পারবেন। তাই দেরি না করে অভাব দূর করার আমল সম্পর্কে এখনই জেনে নিন।

পেজ সূচিপত্রঃ অভাব দূর করার আমল - সংসারে অভাব দূর করার উপায়

দারিদ্রতা দূর করার দোয়া

আমরা মানুষ জাতি। আমাদের সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা। আমাদের সফলতা অসফলতা সকল কিছুই আল্লাহর হাতে। তাই আমরা যদি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারি, তাকে যদি রাজি খুশি করতে পারি, তার কাছে যদি প্রাণ খুলে চাই অবশ্যই তিনি সহায় হবেন। কেউ যদি দরিদ্র অবস্থায় বাস করে তাহলে হতাশ হওয়া চলবে না। হতাশ না হয়ে সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। তবে এমনি এমনি চাইলে হবে না। দারিদ্রতা দূর করার দোয়া রয়েছে। চলুন তাহলে জেনে নিন দারিদ্রতা দূর করার দোয়া সম্পর্ক।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নিম্নোক্ত দোয়াটি পাঠ করতেন। "আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা।" অর্থঃ হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে। আমি আপনার কাছে আরও আশ্রয় চাইছি, জুলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে। 

বেকারত্ব দূর করার দোয়া

আল্লাহ তাআলা চাইলে যে কারো যেকোনো সময় সফলতা এনে দিতে পারেন আবার যে কাউকে যেকোনো সময় টেনে নিচে নামাতে পারেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই কেউ যদি বেকার থেকে থাকে তাহলে হতাশা বা দুশ্চিন্তা না করে তাকে আল্লাহর কাছে বেকারত্ব দূর করার দোয়া করতে হবে। যেন আল্লাহ তাআলা তার বেকারত্ব দূর করার দোয়া দেখে খুশি হয়ে তাকে সফলতা দান করে। চলুন তাহলে বেকারত্ব দূর করার দোয়া জেনে নেই।
আরবিঃ فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰٓ إِلَى ٱلظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍۢ فَقِيرٌ
বাংলা উচ্চারণঃ ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির।

উল্লেখিত দোয়াটি হচ্ছে সুরা কাসাসের ২৪ তম আয়াত। উল্লেখিত দোয়াটি যদি কেউ বেশি বেশি পাঠ করে তাহলে অবশ্যই তিনি সফল হবেন। তার বেকারত্ব দূর হবে। তাই বেকার থাকলে হতাশা কিংবা দুশ্চিন্তা নয় বরং বেকারত্ব দূর করার দোয়া বেশি বেশি পড়ুন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার বেকারত্ব দূর করবেন ইনশাআল্লাহ।

সংসারে অভাব দূর করার উপায় 

আমরা অনেকেই সংসারে অভাব আসলে হতাশায় ভুগি বা দুশ্চিন্তায় পড়ি এই ভেবে যে কিভাবে সংসার চালাবো। তবে দুশ্চিন্তা না করে কিভাবে সংসারে অভাব দূর করা যায় অর্থাৎ সংসারে অভাব দূর করার উপায় কি সে সম্পর্কে জানতে হবে। কেননা বসে বসে দুশ্চিন্তা করলে অভাব দূর হওয়ার পরিবর্তে সংসারে অভাব আরও বেশি হবে। তাই সংসারে অভাব দূর করার উপায় জানতে হবে।

সংসারে অভাব দূর করার উপায় গুলো হচ্ছে-
  • "আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা।" এই দোয়াটি পাঠ করা। এই দোয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে এই দোয়া পাঠ করলে অভাব দূর হয়।
  • আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা
  • সৎ পথে চলা
  • হালাল উপায়ে আয় করা
  • আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা
  • নিজের ভাগ্যের উপর দোষ চাপিয়ে না দিয়ে পরিশ্রম করা
  • বেশি বেশি ইস্তেগফার পাঠ করা
  • পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা
  • বেশি বেশি আমল করা
কোন ব্যক্তি যদি উল্লেখিত উপায় গুলো ফলো করে তাহলে অবশ্যই তার সংসারের অভাব দূর হবে। আশা করি সংসারে অভাব দূর করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন।

অভাব দূর করার আমল

কেউ যদি অভাবে থাকে তাহলে দুশ্চিন্তা না করে হতাশায় না যে তাকে বেশি বেশি আমল করতে হবে।অভাব দূর করার আমল বেশি বেশি করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন। আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তাই আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হন তাহলে অবশ্যই অভাব দূর হয়ে যাবে। তাই অভাব দূর করার আমল সম্পর্কে জানা উচিত। চলুন অভাব দূর করার আমল দেখে নিন।
  • আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। আপনি যতটুকুই পান না কেন ততটুকুতেই আপনাকে সন্তুষ্ট হতে হবে এবং আল্লাহর নেয়ামতের প্রতি শুকরিয়া আদায় করতে হবে "আলহামদুলিল্লাহ" বলে। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, আপনার হাত পা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ভালো রেখেছেন এইসব নেয়ামতের প্রতি শুকরিয়া আদায় করতে হবে। 
  • সৎ পথে আয় করতে হবে। আপনার আয় যদি সৎ পথে না হয়, হালাল না হয় তাহলে আপনি যতই আয় করেন না কেন আপনার কখনো অভাব দূর হবে না। হালাল পথে রোজগার করে অল্প আয় হলেও সেখানে আল্লাহর রহমত থাকে এবং অভাব আসে না। তাই অবশ্যই সৎ পথে আয় করার চেষ্টা করতে হবে।
  • আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন - যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং তার আয়ু বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। (সহিহ বুখারী ,হাদিসঃ ৫৯৮৫)
  • বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা নিজ থেকে অভাবগ্রস্থ ব্যক্তির অভাব দূর করে দিবেন। 
  • "আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা।" এই দোয়াটি পাঠ করা। এই দোয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে এই দোয়া পাঠ করলে অভাব দূর হয়।
উপরে উল্লেখিত আমল গুলো হচ্ছে অভাব দূর করার আমল। আপনি যদি উক্ত আমলগুলো বেশি বেশি করেন তাহলে অবশ্যই আপনার অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।

অভাব দূর করার সূরা

আল কুরআনে এমন একটি সূরা রয়েছে যে সূরাটির প্রতিনিয়ত পাঠ করলে আল্লাহ তাআলা যেকোনো ব্যক্তির অভাব দূর করে দিবে। তাই অভাবগ্রস্থ ব্যক্তিদের বা প্রতিটি ব্যক্তিরি অভাব দূর করার সূরা সম্পর্কে জানা উচিত। অভাব দূর করার সূরা হচ্ছে সূরা ওয়াকিয়া। এই সূরাটি নামাজের সাথে অথবা এমনিতেও বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা অবশ্যই অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ।

টাকা পাওয়ার দোয়া

টাকা পাওয়ার দোয়া বলতে এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে আল্লাহ তাআলা অসচ্ছল ব্যক্তিকে সচ্ছলতা দান করেন। তবে এমন নয় যে পরিশ্রম না করে শুধু দোয়া করে বসে থাকলে টাকা এমনি এমনি চলে আসবে। পরিশ্রম করতে হবে সাথে সাথে আল্লাহর কাছে টাকা পাওয়ার দোয়া করতে হবে।কিভাবে টাকা পাওয়ার দোয়া করবেন বা টাকা পাওয়ার দোয়া হচ্ছে "আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা।" এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ তা'আলা অসচ্ছল ব্যক্তিকে সচ্ছলতা দান করেন।

সংসারে অশান্তি দূর করার দোয়া

সংসারে অশান্তি এটা একটা কমন জিনিস। প্রতিটি সংসারে দেখা যায় অশান্তি লেগেই রয়েছে এর সাথে ওর অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাবা ছেলের মধ্যে অশান্তি এ ধরনের অশান্তি লেগেই থাকে। এই সংসারে অশান্তি দূর করার দোয়া রয়েছে। যে দোয়াটি পাঠ করলে সংসারে অশান্তি দূর হবে। সংসারে অশান্তি দূর করার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আসলিহলি দ্বীনিল্লাজি হুয়া ইসমাতু আমরি ওয়া আসলিহলি দুনিয়ায়াল্লাতি ফিহা মায়াশি ওয়াজ আলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খাইরিন ওয়াজ আলিল মাওতা রাহাতান লি মিন কুল্লি শাররিন।

আশা করি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং অভাব দূর করার আমল সম্পর্কে জানতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে অভাব দূর করার আমল সহ আরো বিভিন্ন বিষয়ে যেমন সংসারে অশান্তি দূর করার দোয়া, টাকা পাওয়ার দোয়া এবং অভাব দূর করার সূরা সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি সকল তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বেশি বেশি জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন, ধন্যবাদ। 21021.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url