আলা জিহ্বা বড় হওয়ার কারন কি
আলা জিহ্বা বড় হওয়ার কারন কি বা কেন আলা জিহ্বা বড় হয় আপনি জানেন? আলা জিহ্বা আমাদের মুখের ভিতরে গলার ওপরে অবস্থিত। যদি আলা জিহ্বা বড় হওয়ার কারন কি ও হঠাৎ করে আলা জিহ্বা বেড়ে গেলে কি করবেন জানতে আমাদের সাথে থাকুন। নিচে আমরা আলা জিহ্বা বড় হওয়ার কারন কি এবং আলা জিহ্বা বড় হওয়া কিসের লক্ষণ বিস্তারিত জানাবো।
জিহ্বা এবং আলা জিহ্বা প্রায় একই কারণে ফুলে যায়। কারণ জিহ্বা এবং আলা জিহ্বা একে ওপরের সাথে জড়িত। আলা জিহ্বা ফুলে যাওয়া বিভিন্ন কারণে হতে পারে অ্যালার্জি থেকে শুরু করে আপনার মুখে আঘাত পেলেও। চলুন জেনে নেওয়া যাক আলা জিহ্বা বড় হওয়ার কারন কি বা আলা জিহ্বা বড় হওয়া কিসের লক্ষণ সম্পর্কে।
সূচিপত্রঃ আলা জিহ্বা বড় হওয়ার কারন কি
- আলা জিহ্বা বড় হওয়ার লক্ষণ
- আলা জিহ্বা বড় হওয়ার কারন কি
- আপনার অ্যালার্জি থাকলে
- কোনো আঘাত লাগলে
- বেশি অ্যালকোহল এবং ধূমপান করেন
- আপনার পেটের অ্যাসিড গলায় চলে আসে
- শেষ কথা
আলা জিহ্বা বড় হওয়ার লক্ষণ
আপনার আলা জিহ্বা ফুলে গেলে চুলকানি বা ব্যথা হতে পারে। ফোলার কারণে কোনো খাবার খাওয়ার সময় ব্যথা হতে পারে আবার অনেক সময় কথা বলতেও কষ্ট হতে পারে। যদি জানতে চান আলা জিহ্বা বড় হওয়া কিসের লক্ষণ তাহলে সেটা বড় কোনো রোগের লক্ষণ না। কিছু লক্ষণ গুরুতর হতে পারে যার মধ্যে রয়েছেঃ
ফোলা যা আসতে আসতে খারাপ হতে থাকেঃ আলা জিহ্বা বড় হওয়া আপনার শ্বাসনালীকে ব্লক করতে পারে। আপনি যদি শ্বাস নিতে হাঁপাতে থাকেন তাহলে তাড়াতাড়ি চিকিৎসার পরামর্শ নিন।
দ্রুত, গুরুতর ফোলাঃ যদি আপনার আলা জিহ্বা এবং মুখের ফোলা দ্রুত বড় হতে থাকে তাহলে আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে। যদি এটি হয় তবে আপনার অন্যান্য কিছু লক্ষণ যেমন আমবাত, শ্বাসকষ্ট, আপনার ঠোঁটের রং, বমি বমি ভাব এবং বমি হতে পারে।
আলা জিহ্বা বড় হওয়ার কারন কি
আপনার আলা জিহ্বা ফোলা বা বড় হওয়া খুব বিরক্তিকর হতে পারে। আলা জিহ্বা ফোলা বা বড় হলে সেখানে ব্যথার কারণে খেতে এবং কথা বলতে সমস্যা হয়। কিন্তু সব সময় আলা জিহ্বা বড় হওয়া খারাপ সমস্যা নাও হতে পারে। আবারএটি কখন কখন একটি গুরুতর এমনকি জীবন-হুমকিপূর্ণ অবস্থার লক্ষণও হতে পারে। সেটা নির্ভর করে আলা জিহ্বা বড় হওয়ার কারন কি বা কেন আলা জিহ্বা বড় হয়। তবে চিন্তা করবেন আজ এই পোস্টে আলা জিহ্বা বড় হওয়ার কারন কি এবং আলা জিহ্বা বড় হওয়া কিসের লক্ষণ তা বিস্তারিত জানাবো।
আপনার অ্যালার্জি থাকলে
কারো যদি কোনো খাদ্যের অ্যালার্জি এবং প্রতিদিনের ব্যবহার করার কোনো উপাদানে অ্যালার্জি থাকা হল জিহ্বা ফুলে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণ। আপনার যদি হালকা অ্যালার্জি থাকে তাহল এটা নিজে থেকেই ভাল হয়ে যায়। যাইহোক যদি এটা খুব গুরুত্বর হয় তাহলে এমনকি আপনি এটি থেকে মারা যেতে পারেন। যদি আলা জিহ্বা বড় হওয়ার কারন কি বা কেন আলা জিহ্বা বড় হয় আরো কারণ জানতে চান থাহলে নিচে পড়ুন।
আরো পড়ুনঃ ব্রণের কালো দাগ থেকে মুক্তির প্রাকৃতিক সমাধান
অ্যালার্জির লক্ষণগুলি সাধারণত আপনার অ্যালার্জি আছে এমন কিছুর সংস্পর্শে আসার কয়েক মিনিট বা ঘন্টার মধ্যে শুরু হয়। সাধারণত যেসব খাবারে অ্যালার্জি বেশি থাকে তার মধ্যে রয়েছে চিনাবাদাম, গাছের বাদাম, দুধ, ডিম, তিল বীজ, সয়া, গম, মাছ এবং শেলফিশ। ব্যবহার করা উপাদান যেমন দাঁতের ডাক্তাররা প্রায়ই এমন রোগীদের দেখেন যারা টুথপেস্ট, মাউথওয়াশ, ডেনচার ক্লিনজার এবং অন্যান্য মুখের যত্নের পণ্যগুলিতে অ্যাালার্জি আছে কিনা। হঠাৎ করে আলা জিহ্বা বেড়ে গেলে কি করবেন ভয় না পেয়ে ডাক্তারের কাছে যান।
কোনো আঘাত লাগলে
আলা জিহ্বাতে কামড় লেগে আঘাত পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু খুব গরম খাবার খেলে এটি পুড়ে গিয়ে ফুলে উঠতে পারে। কিন্তু এটা খুব বেশি গুরুত্বর নয়। আবার যদি কোনো অপারেশন করার জন্য গলায় টিউব জাতীয় কিছু প্রবেশ করানো হয় তাহলে আঘাত লেগে আলা জিহ্বা বড় হতে পারে। এছাড়াও গলায় টনসিল হলে সার্জারি করার জন্য আলা জিহ্বায় আঘাত লাগতে পারে। তবে এই আঘাত গুলো কয়েক দিন পর এমনি ভালো হয়ে যায়। যদি একটু বেশি ব্যথা করে বা এসব কারণের জন্য হঠাৎ করে আলা জিহ্বা বেড়ে গেলে কি করবেন নিচে দেখুনঃ
- গরম লবণ পানি দিয়ে গড়গড়া করুন বিশেষ করে খাওয়ার পর
- ফোলাভাব কমাতে আইস কিউব বা আইসপপ চুষুন
- আপনার অ্যালার্জি না থাকলে আইবুপ্রোফেন বা অন্য এনএসএআইডি ওষুধ খেতে পারেন
- অ্যালকোহল, তামাক এবং মশলাদার খাবার এড়িয়ে চলুন যা জ্বলতে পারে
বেশি অ্যালকোহল এবং ধূমপান করেন
বেশি পরিমাণ অ্যালকোহল এবং ধূমপান করা শুধু আলা জিহ্বা বা গলার জন্যই নয় শরীরের অন্যান্য অনেক ক্ষতি করে। আপনি যখন বেশি অ্যালকোহল এবং ধূমপান একসাথে করেন তাহলে গলায় খুব বেশি প্রভাব ফেলে এবং গলা জ্বলতে থাকে ফলে আলা জিহ্বা ফুলে জেতে পারে। আপনি যদি এই সমস্যা এড়াতে চান তাহলে আপনাকে অ্যালকোহল এবং ধূমপান করা বাদ দিয়ে দিতে হবে। আলা জিহ্বা বড় হওয়ার কারন কি এবং কেন আলা জিহ্বা বড় হয় তার এটা একটা বড় কারণ।
আরো পড়ুনঃ অনলাইনে টাকা কামানোর উপায়
যদি আপনার দুইটাই ছেড়ে দিতে কষ্ট হয় তাহলে তাহলে অন্তত একটা ছেড়ে দিতে হবে। আর আরেকটা খাওয়া কমিয়ে দিতে হবে। তবে কষ্ট করে দুইটাই বাদ দেওয়াই ভালো উপায়। কারণ অ্যালকোহল এবং ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে। যদি ইতিমধ্যেই হঠাৎ করে আলা জিহ্বা বেড়ে গেলে কি করবেন তাহলে গরম পানি দিয়ে কুলকুচি করতে পারেন এছাড়াও থ্রোট লজেন্স খেতে পারেন এতে আরাম পাওয়া যায়।
আপনার পেটের অ্যাসিড গলায় চলে আসে
আমাদের সবারই প্রায় কম বেশি পেটে গ্যাস বা অ্যাসিড হয়ে থাকে। যদি আপনার পেটের গ্যাস প্রায় দিন গলায় চলে আসে তাহলে গলায় জ্বালা করে ফলে আলা জিহ্বাতে প্রভাব পড়ে। এর ফলে আলা জিহ্বা বড় হয়ে যেতে পারে। এছাড়াও এর কারণে কথা বলার সময় গলা ভেঙ্গে যাওয়া এবং গলায় কিছু আটকে আছে এমন অনুভূতি হতে পারে।
আরো পড়ুনঃ বিয়ের আগে ছেলেদের শারীরিক প্রস্তুতি
এই সমস্যা থেকে মুক্তি পেতে বা এই সমস্যার কারণে হঠাৎ করে আলা জিহ্বা বেড়ে গেলে কি করবেন আপনাকে নিজে সচেতন হতে হবে। যেমন আপনার খাবারে পরিবর্তন আনতে হবে যেমন অ্যাসিডিক খাবার এবং অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া বাদ দিতে হবে। সেই সাথে মশলাদার খাবার এবং বেশি তেলে ভাজা খাবার খাওয়া যাবে না। আর এই সমস্যা বেশি হয়ে গেলে গ্যাসের ওষুধ খেতে হবে।
আলা জিহ্বা বড় হওয়ার কারন কি - শেষ কথা
আলা জিহ্বা বড় হয়ে যাওয়ার সাধারণ কারণ অনেক গুলা তবে এগুলা খুব গুরুত্বর সমস্যা নয়। যেসব কারণে আলা জিহ্বা ফুলে যায় তার সব কারণই সাধারণ এবং সামান্য চিকিৎসায় ভালো হয়ে যায়। তবে খুব সময় গলায় ক্যান্সারের কারণেও আলা জিহ্বা ফুলে যেতে পারে। তাই যদি আপনার আলা জিহ্বা ফুলে যাওয়ার পর কয়েকদিনে নিজে থেকে ভালো না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন। উপরে আমরা আলা জিহ্বা বড় হওয়ার কারন কি এবং আলা জিহ্বা বড় হওয়া কিসের লক্ষণ তা বিস্তারিত আলোচনা করেছি।[জব আইডি=২২৪৯৮]
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url