স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন - স্কাইপি একাউন্ট খোলার নিয়ম
তাহলে চলুন দেরি না করে জেনে নেই, স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন এবং স্কাইপি একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।
সূচিপত্রঃ স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন - স্কাইপি একাউন্ট খোলার নিয়ম
- স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন
- স্কাইপি কি
- স্কাইপি একাউন্ট খোলার নিয়ম
- স্কাইপি একাউন্ট এক্টিভ করার নিয়ম
- শেষ কথা
স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন | কিভাবে স্কাইপি একাউন্ট খুলবেন
স্কাইপি হচ্ছে একটা অনলাইন ফ্রি প্রোগ্রাম বা সফটওয়্যার। স্কাইপি ব্যবহারকারী এর মাধ্যমে নিজের স্কাইপি আইডি থেকে অন্য যে কোন স্কাইপি ব্যবহারকারী ইউজারের সাথে ফ্রি ভিডিও কল, কল, মেসেজ পাঠানো সহ ইত্যাদি চ্যাটিং করতে পারবেন। তাও আবার সম্পূর্ণ ফ্রি সব সময়ের জন্য। এর কোন ধরনের লিমিট নাই। যত খুশি তত আপনি কথা বলতে পারবেন একদম ফ্রিতে। মোবাইল ও কম্পিউটার দুইটাতেই স্কাইপি চলে।
যেমন, যেকোনো কম্পিউটার বা মোবাইলের স্কাইপিতে আপনি মোবাইল দিয়ে কল দিতে পারবেন, আবার যে কোন মোবাইল বা কম্পিউটারের স্কাইপিতে কম্পিউটার দিয়েও কল দিতে পারবেন। তবে স্কাইপি ব্যবহারের জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। স্কাইপিতে ইন্টারনেট ছাড়া কাজ করবে না। উল্লেখ যদি আপনি কোন মোবাইল বা ফোন নাম্বারে স্কাইপি দিয়ে কল করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনার স্কাইপি অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে।
আরো পড়ুনঃ মেঘ থেকে কিভাবে বৃষ্টি হয়
তবে আপনি যদি শুধুমাত্র স্কাইপি থেকে স্কাইপিতে কল করেন তাহলে বিশ্বের যে প্রান্তেই হোক না কেন ফ্রিতে স্কাইপি ব্যবহারকারীদের সাথে ভিডিও কল ও মেসেজ করতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করে থাকে স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন বা স্কাইপি একাউন্ট খোলার নিয়ম গুলো জানার জন্য। এখন স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন বা স্কাইপি একাউন্ট খোলার নিয়ম নিয়ে আলোচনা করব। স্কাইপি একাউন্ট এর যাত্রা শুরু হয় ২০০৩ সালে আর এখন এর ব্যবহারকারীদের সংখ্যা হচ্ছে প্রায় ৬৬৩ মিলিয়ন (২০১১) পর্যন্ত।
স্কাইপি কি
স্কাইপি হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন এর মাধ্যমে প্রদত্ত একটা ভিআইপি সেবা। যা একদম বিনামূল্যে এবং অর্থের বিনিময়ে ব্যবহার করা হয়ে থাকে। এই সেবার মধ্যে ব্যবহারকারী ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে একে অপরের সাথে ভয়েস কল ও ভিডিও কলের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারে। নিবন্ধিত স্কাইপি ইউজারদের অ্যাকাউন্ট থাকে স্কাইপি আইডি। তারা যার মাধ্যমে যোগাযোগ করে থাকে। স্কাইপি এর ডাইরেক্টরি যুক্ত থাকে স্কাইপি আইডি সমূহে।
আরো পড়ুনঃ প্রেসার লো এর ১৬ কারণ
ডেনমার্কের ধমিজা ২০০৩ সালে, সুইডেনের নিক্লাস জেমস ও জানুজ ফ্রিজ, স্ট্যাম্প ২০০৮ সাল থেকে পরবর্তীতে রিল্যাক্স অপারেটিং সিস্টেমের সুবিধা চালু করা হয়ে থাকে। এশিয়া মাইক্রোসফট কর্পোরেশন ২০১১ সালে কিনে নেই। এখন এটি মাইক্রোসফটের স্কাইপে ডিভিশনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এখানে ভিডিও কনফারেন্সিং এর জন্য মাইক্রোফোন ও ওয়েবক্যাম ব্যবহার করা হয়।
স্কাইপি একাউন্ট খোলার নিয়ম
স্কাইপি একাউন্ট ব্যবহার করবার জন্য প্রথমত স্কাইপি সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে হবে। এরপর সফটওয়্যারটি ইন্সটল করে নিতে হবে। এখন স্কাইপি উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করবার জন্য এবং এখানে একটা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
www.easykhobor.com
স্কাইপি একাউন্ট এক্টিভ করার নিয়ম
আজকের আর্টিকেলে আমরা স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন বা স্কাইপি একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা স্কাইপি একাউন্ট এক্টিভ করার নিয়ম সম্পর্কে জানব। প্রথমত আপনারা যদি স্কাইপি একাউন্টের মাধ্যমে ভিডিও কলে কথা বলতে চান তাহলে প্রথমত আপনাকে একটা স্কাইপি একাউন্ট ক্রিয়েট করা লাগবে। স্কাইপি একাউন্ট ক্রিয়েট করার জন্য ধাপে ধাপে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। চলুন তাহলে স্কাইপি অ্যাকাউন্ট একটিভ করার নিয়ম দেখেনি। প্রথমত আপনাকে গুগল ব্রাউজার ওপেন করতে হবে।
আরো পড়ুনঃ কিভাবে লোকেশন ট্র্যাক করা যায়
এরপর সেখানে স্কাইপি ডট কম লিখে সার্চ করতে হবে। এরপর স্কাইপি সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিতে হবে। এরপর নতুন একাউন্ট অ্যাক্টিভ করার জন্য Create one অপশনে ক্লিক করে নেক্সট বাটনে চাপ দিতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেইল নাম্বার প্রদান করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বারে কিংবা ইমেইলে একটা কোড আসবে সেই কোডটি বসিয়ে সাবমিট করতে হবে। ব্যাস এভাবেই আপনি নতুন করে স্কাইপি অ্যাকাউন্ট একটিভ করতে পারবেন।
শেষ কথাঃ স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন - স্কাইপি একাউন্ট খোলার নিয়ম
স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন এবং স্কাইপি একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোষ্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন এবং স্কাইপি একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।
আজ আর নয়, স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন এবং স্কাইপি একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই স্কাইপি একাউন্ট কিভাবে খুলবেন এবং স্কাইপি একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url